চা-এর আড্ডায় দুষ্কৃতীদের হামলা, তিনি ভীতু নন- সাফ জানালেন দিলীপ

  • আক্রান্ত বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
  • নিউটাউনে তাঁর আড্ডার আসরে হামলা হয় 
  • এই হামলায় তিনি ভয় পাচ্ছেন না বলে জানিয়েছেন
  • গোটা ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছেন দিলীপ 

/ Updated: Jul 01 2020, 08:48 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সল্টলেকের বাড়ি ছেড়ে নিউটাউন এলাকায় নতুন একটি বাড়ি নিয়েছেন দিলীপ ঘোষ। মঙ্গলবার সেই বাড়িতে সমস্ত জিনিসপত্র নিয়ে স্থানান্তরও হয়েছেন। নতুন বাড়িতে প্রবেশের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এলাকায় দুষ্কৃতী হামলার শিকার হলেন বিজেপি-র রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। নিউটাউনের যে এলাকায় দিলীপ ঘোষ এখন থাকছেন সেখানে স্থানীয় বাজারে তাঁর চা-এর আড্ডায় হামলা হয়। এমনকী, ঘটনাস্থলে যাওয়ার সময় কয়েক জন ষণ্ডা-গুণ্ডা চেহারার লোক তাঁর পথ আটকানোর চেষ্টাও করেন। এমনকী, তাঁকে শাসানো হয় বলেও অভিযোগ করেছেন দিলীপ। চা-এর আড্ডার টেবিল-চেয়ার ভাঙা থেকে শুরু করে, একটি টাঙানো ফেস্টুনও ছিড়ে ফেলে দেওয়া হয়। প্রায় দিনই নিউটাউনের এই এলাকায় প্রাতঃভ্রমণ করতে আসেন দিলীপ। এমনকী সল্টলেকে থাকার সময়ও এখানে প্রায়সই প্রাতঃভ্রমণ করতে আসতেন। প্রাতঃভ্রমণের মাঝে বা  শেষে স্থানীয় বাজারে চা-ও খেতেন এবং বিজেপি কর্মী ও সমর্থকদের সঙ্গে আড্ডা দিতেন। দিলীপ ঘোষের অভিযোগ, সে সময়ও নানাভাবে তাঁকে ধমকানো ও চমকানো হয়েছে। কিন্তু, কোনও দিনই এই ধরনের দুষ্কৃতীরাজকে আমল তিনি দেননি বলেও সাফ জানিয়ে দেন দিলীপ। সুতরাং, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীবাহিনীকে দিয়ে তাঁকে আটকে রাখা যাবে না বলেও দাবি করেছেন তিনি। এই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করেছিলেন। দিলীপ ঘোষ জানিয়েছেন এই নিয়ে তাঁর সঙ্গে কথাও হয়েছে। অমিত শাহ-কে তিনি আশ্বস্ত করেছেন এই বলে যে, এটা অতিব ছোটখাটো ব্যাপার। নির্বাচনের সময় যত এগোবে ততই এই ধরনের ঘটনার সংখ্যা বাড়বে বলেও অমিত শাহ-কে নাকি জানিয়েছেন দিলীপ।