দিঘার সৈকতে আর দেখা যাবে না এই দৃশ্য, কড়া নির্দেশ প্রশাসনের, দেখুন ভিডিও

 

  • দিঘার সমু্দ্র সৈকতে নিষিদ্ধ হচ্ছে ঘোড়া
  • সৈকত পরিষ্কার রাখতেই নির্দেশ
     

/ Updated: Sep 14 2019, 06:41 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর করেই দিঘার সমুদ্র সৈকত এবং সংলগ্ন রাস্তা জবরদখল মুক্ত করার প্রক্রিয়া শুরু করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। একই সঙ্গে নিরাপত্তার কারণে দিঘার সমুদ্র সৈকতে ঘোড়াও নিষিদ্ধ করে দেওযা হচ্ছে। এর পাশাপাশি ছোটদের রিমোট চালিত গাড়িতে চড়ানোর কারবারও বন্ধ করে দেওয়া হচ্ছে। শুক্রবার থেকে এ বিষয়ে শুরু হয়েছে প্রচার। আগামী এক সপ্তাহের মধ্যেই এই নির্দেশ কার্যকর করা হবে।

দীর্ঘদিন ধরেই দিঘার সমু্দ্র সৈকতে ঘোড়ায় পর্যটকদের চড়ানোর ব্যবস্থা রয়েছে। কিন্তু এই ঘোড়ার কারণেই নোংরা হয় সমুদ্র সৈকত। প্রবল ভিড়ে অনেক সময় ঘোড়ার ধাক্কাতে আহতও হতেন পর্যটকরা। এ সবকিছু মাথায় রেখেই সমুদ্রের পাড়ে ঘোড়া চড়া বন্ধ করা হচ্ছে। সৈকত সংলগ্ন রাস্তাগুলিতেও ঘোড়ায় চড়ানো বন্ধ করা হচ্ছে। দিঘায় ১৭ থেকে ২০টি পরিবার এই কারবারের সঙ্গে যুক্ত। পুজোর মুখে আচমকা প্রশাসনের এই নির্দেশে প্রবল উদ্বেগের মধ্যে পড়েছে পরিবারগুলি।