যুবকের সঙ্গে অবৈধ সম্পর্ক, গাছে বেঁধে গৃহবধূর বিয়ে দিল 'গণআদালত', দেখুন ভিডিও

  • পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ঘটনা
  • গৃহবধূর সঙ্গে যুবকের আপত্তিকর সম্পর্কের অভিযোগ
  • গ্রামেই বসানো হল গণ আদালত
  • জোর করে বিয়ে দেওয়া হল দু' জনের
     

Share this Video

গৃহবধূর সঙ্গে গ্রামেরই এক যুবকের অবৈধ সম্পর্কের অভিযোগ। গণআদালত বসিয়ে দু' জনকে গাছে বেঁধে রেখে জোর করে বিয়ে দেওয়া হল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ধসাচাঁদপুরে। 

স্থানীয় বাসিন্দাদের দাবি, পাঁজাপাড়া গ্রামের ওই গৃহবধূ এবং যুবক দু' জনেই প্রতিবেশী। দুই পরিবারের মধ্যে সুসম্পর্কও রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই গৃহবধূর স্বামী বাইরে থাকেন। যুবকটিও অবিবাহিত। সে নিজেও অন্য রাজ্যে সোনার কাজ করেন। সম্প্রতি তিনি বাড়ি ফিরেছেন। সেই সুযোগেই দু' জনের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল। মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের দু' জনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলা হয় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এর পরেই দু' জনকে গাছে বেঁধে রেখে গণআদালত বসানো হয়। সেখানেই নিদান দেওয়া হয়, ওই দু' জনকে বিয়ে দেওয়া হবে। 

Related Video