একটি মাত্র চোখ নিয়ে উচ্চ মাধ্যমিকে কামাল করল অভাবী মেধাবী ছাত্র রজত, জানাল আগামীর স্বপ্ন
হৃদয়পুরের রজত ভট্টাচার্য এক চোখ নিয়ে উচ্চমাধ্যমিক পরিক্ষায় প্রশংসনীয় ফল অর্জন করেছে,চোখ হারানো যন্ত্রণা শুক্রবার জানালেন রজত।এখনো রেজাল্ট হাতে পায়নি,অনলাইনে জানতে পেরেছে সে ৩৮৯ নম্বর পেয়েছে,আরো ভালো রেজাল্ট আশা করেছিলো রজত।
হৃদয়পুরের রজত ভট্টাচার্য এক চোখ নিয়ে উচ্চমাধ্যমিক পরিক্ষায় প্রশংসনীয় ফল অর্জন করেছে,চোখ হারানো যন্ত্রণা শুক্রবার জানালেন রজত।এখনো রেজাল্ট হাতে পায়নি,অনলাইনে জানতে পেরেছে সে ৩৮৯ নম্বর পেয়েছে,আরো ভালো রেজাল্ট আশা করেছিলো রজত।কোন শিক্ষক ছাড়াই এক চোখ নিয়ে পরিক্ষা দিয়ে এই রেজাল্টা,আর যদি দুটি চোখ ঠিক থাকতো তাহলে কোন র্যাঙ্ক করতো বলে বিশ্বাস বাবা অশোক ভট্টাচার্য।বাবা একটি রেশব দোকানে কাজ করে,কোবভাবেই চলে সংসার। ২০১২ সালে দুর্গাপুজোর সময় বাজি ফেটে রজতের ডান চোখে আঘাত লাগে তারপর থেকে অনেক চিকিৎসা করেছে কিন্তু চোখ আর ফিরে পায়নি,তবে চিকিৎসক দের আশায় এখনো চোখ ঠিক হওয়ার সুযোগ আছে রজত ভট্টাচার্য এর।সরকারি কোন সাহায্য পায়না এই পরিবার,সেই বিষয়ে কিছুটা আক্ষেপ শোনা গেলো অশোক ভট্টাচার্যের গলায়।গ্রাজুয়েশন শেষ করে WBCS পড়ার ইচ্ছা রজতের।পড়াশোনায় ছোটবেলা থেকেই ভালো,কোন শিক্ষক না থাকলেও যখনই কোন জায়গায় আটকাতো তখন পরিচিত কিছু দাদারা সহযোগিতা করতো বলে জানায় রজত।