ফের গ্রামে গজরাজ, আতঙ্কে গ্রামবাসী

সাঁকরাইল ব্লকের কাশিডাঙা-হাড়িভাঙা গ্রামে হাতির তাণ্ডব। সোমবার সকালে চলে হাতির তাণ্ডব। হাতির তাণ্ডবে আতঙ্কে গ্রামবাসী। খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করছে হাতির দল। ৩০ থেকে ৩৫ টি দাঁতাল হাতির দল ঢুকে পড়েছে গ্রামে। সোমবার সকাল থেকেই দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল।

/ Updated: Jan 31 2022, 05:39 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সোমবার সকালে হাতির তান্ডব দুটি জায়গায়। কয়েক দিন ধরে কাশিডাঙা-হাড়িভাঙা এলাকায় হাতির তাণ্ডব শুরু হয়েছে। যার জেরে রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা। সেই সঙ্গে গত রবিবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের রামচন্দ্রপুরে প্রাণহানির ঘটনা ঘটায় হাতির হামলার আশঙ্কা করছেন গ্রামবাসিরা ।খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করছে হাতির দল উদাসিন বন দপ্তর। ইতি মধ্যে নতুন করে হাতির দল ঢোকাতে বন দপ্তরের চিন্তা যেমন বেড়েছে ঠিক তেমনী গ্রামের মানুষ আতঙ্কিত। সোমবার সকালে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর কাশিডাঙ্গা ও হাড়িভাঙ্গা গ্রামে প্রায় ৩০ থেকে ৩৫ টি দাঁতাল হাতির দল আচমকা খাবারের সন্ধানে ঢুকে পড়ে। যার ফলে ওই দু'টি গ্রামে হাতির হামলার আতঙ্ক ছড়িয়ে পড়ে। যেভাবে হাতির দল ওই দু'টি গ্রামে সোমবার সকাল থেকে দাপিয়ে বেড়াচ্ছে তাতেই যথেষ্ট ফসলের ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। বিষয়টি বন দফতর কে জানানো হয়েছে । কিন্তু বনদপ্তর এর পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের কেবলমাত্র সতর্ক থাকার নির্দেশ দিয়ে কেবলমাত্র দায় সেরে ফেলতে চাইছে বলে জানান গ্রামবাসীরা। কিন্তু হাতির দলকে নিয়ে কোনো চিন্তাই করছে না বন দফতর।তাই যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।