পারিবারিক বিবাদের জেরে স্ত্রী-কে গুলি করে খুনের চেষ্টা, পলাতক স্বামী

পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। সোমবার বিকেলে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত তিলপি জলট্যাঙ্ক এলাকায়। ঘটনায় গুরুতর জখম হয়ে বর্তমানে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আয়েশা শেখ নামে ঐ গৃহবধূ। ঘটনার পর থেকেই অভিযুক্ত আয়েশার স্বামী সাবির শেখ পলাতক। 

Share this Video

পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। সোমবার বিকেলে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত তিলপি জলট্যাঙ্ক এলাকায়। ঘটনায় গুরুতর জখম হয়ে বর্তমানে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আয়েশা শেখ নামে ঐ গৃহবধূ। ঘটনার পর থেকেই অভিযুক্ত আয়েশার স্বামী সাবির শেখ পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বছর পাঁচেক আগে সাবিরের সঙ্গে বিয়ে হয় আয়েশার। বিয়ের পর থেকেই তাঁর উপর নানাভাবে অত্যাচার করত সাবির। সাবিরের বিবাহ বহির্ভূত সম্পর্কও রয়েছে বলে অভিযোগ। আয়েশা সন্তান চাইলেও সাবির তাতে রাজি ছিল না। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিস্তর অশান্তিও লেগে ছিল দীর্ঘদিন ধরে। দিন কয়েক আগে আয়েশাকে মারধোর করলে সাবিরের সঙ্গে সংসার করতে অস্বীকার করেন আয়েশা। সেই কারণেই এদিন বিকেলে যখন বাড়িতে অন্য কেউ ছিল না তখন ঘুমন্ত অবস্থায় ঘরের মধ্যে স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালায় সাবির। আয়েশা কম্বল চাপা দিয়ে ঘুমছছিলেন, গুলি তাঁর শরীর ছুঁয়ে বেড়িয়ে যায়। ইতিমধ্যেই জয়নগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Related Video