সিঙ্গুর বাজেমেলিয়া সন্তোষী মাতার মন্দিরে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়

সিঙ্গুর বাজেমেলিয়া সন্তোষী মাতার মন্দিরে পুজো দেন  মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শিশুদের হাতে খাবার ও উপহার তুলে দেন। এবং কামারকুন্ডু রেলওয়ে ব্রিজ  ভার্চুয়ালি উদ্বোধন করেন , উদ্বোধন করে তিনি বলেন ,রাজ্য সরকার জমি ও টাকা দিয়েছে, অসংখ্য মানুষ উপকৃত হবেন। চন্দননগর লাইট হাব তৈরি করেছি। দক্ষিণেশ্বরে স্কাইওয়াক তৈরি করেছি। 

/ Updated: Jun 03 2022, 08:24 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সিঙ্গুর বাজেমেলিয়া সন্তোষী মাতার মন্দিরে পুজো দেন  মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শিশুদের হাতে খাবার ও উপহার তুলে দেন। এবং কামারকুন্ডু রেলওয়ে ব্রিজ  ভার্চুয়ালি উদ্বোধন করেন , উদ্বোধন করে তিনি বলেন ,রাজ্য সরকার জমি ও টাকা দিয়েছে, অসংখ্য মানুষ উপকৃত হবেন। চন্দননগর লাইট হাব তৈরি করেছি। দক্ষিণেশ্বরে স্কাইওয়াক তৈরি করেছি। উত্তরবঙ্গ যাওয়ার নতুন রাস্তা তৈরি হবে ‌। দীঘায় পুরীর আদলে জগন্নাথ মন্দির। সিঙ্গুর আন্দোলনের স্মৃতিচারণা করে মুখ্যমন্ত্রী বলেন, সিঙ্গুর আন্দোলন শুরুর সময় সন্তোষী মায়ের কাছে মানত করেছিলাম, বলেছিলাম সিঙ্গুর আন্দোলনে জয় পেলে সন্তোষী মায়ের মন্দির করব। 16 সপ্তাহ আগে ব্রত রেখেছিলাম বলেছিলাম সিঙ্গুরে গিয়ে সন্তোষী মা কে পুজো দেবো।সিঙ্গুর আন্দোলনের সময় আমাদের মারতে মারতে বের করে দেওয়া হয়, আমাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে, সবাই তখন দুর্গা পুজোর আনন্দে মেতে ছিল কিন্তু আমার তখন রক্তক্ষরণ হচ্ছিল। আমি সব ধর্মকে ভালবাসি মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বয়ারা সব জায়গাতে যাই।