'মায়ের মতো আশ্রয় দিয়েছিলাম, সেই গদ্দার এখন শুধু হুমকি দিচ্ছে' হুঙ্কার মমতার

নাম না করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলনেত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'মায়ের মতো আশ্রয় দিয়েছিলাম, সেই গদ্দার এখন শুধু হুমকি দিচ্ছে'। 'বলছে, এই তো দিল্লি গিয়ে ৫০ জনের নাম দিয়ে এসেছি। একে গ্রেফতার কর, ওকে গ্রেফতার কর। এত বাড় বেড়ো না, ঝড়ে ভেঙে যাবে।' তিনি বলেন, 'কারও একটা পা ছোট, কারও একটা হাত ছোট, কারও একটা চোখ ছোট, বলছে ৫০জনের নাম দিয়ে এলাম। ৪০০ জনের নাম দিয়ে এলাম, নেচে নেচে বলছে, চাল চুরি করেছে। মমতা ২০ বছর চালই খায় না। আর বলছে ৯ হাজার কোটির চাল চুরি করেছে। এত বাড় বেড়ো না।'

Share this Video

নাম না করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলনেত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'মায়ের মতো আশ্রয় দিয়েছিলাম, সেই গদ্দার এখন শুধু হুমকি দিচ্ছে'। 'বলছে, এই তো দিল্লি গিয়ে ৫০ জনের নাম দিয়ে এসেছি। একে গ্রেফতার কর, ওকে গ্রেফতার কর। এত বাড় বেড়ো না, ঝড়ে ভেঙে যাবে।' তিনি বলেন, 'কারও একটা পা ছোট, কারও একটা হাত ছোট, কারও একটা চোখ ছোট, বলছে ৫০জনের নাম দিয়ে এলাম। ৪০০ জনের নাম দিয়ে এলাম, নেচে নেচে বলছে, চাল চুরি করেছে। মমতা ২০ বছর চালই খায় না। আর বলছে ৯ হাজার কোটির চাল চুরি করেছে। এত বাড় বেড়ো না।'

Related Video