১৯৩৫ সালে শুরু হয় এই ক্লাবের কালী পূজো, ইংরেজ আমলের কালী পুজো বলেই খ্যাত

সেই ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে এই পূজো। ১৯৩৫ সালে শুরু হয় এই ক্লাবের কালী পূজো। ৮৭ তম বর্ষে পদার্পণ এই কালী পূজো। এই বছরের কালী পূজোর থিম মুখোশ। মালদা-র হরিশ্চন্দ্রপুরের মারওয়ারী পাড়ার বীণাপানি ক্লাব। নানা ধরনের মুখোশ দিয়ে সাজানো হয়েছে মন্ডপ।  প্রাচীন এই ক্লাবের কালী পূজোকে কেন্দ্র করে উদ্দীপনা বাড়ছে। 

/ Updated: Oct 24 2022, 04:23 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সেই ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে এই পূজো। ১৯৩৫ সালে শুরু হয় এই ক্লাবের কালী পূজো। ৮৭ তম বর্ষে পদার্পণ এই কালী পূজো। এই বছরের কালী পূজোর থিম মুখোশ। মালদা-র হরিশ্চন্দ্রপুরের মারওয়ারী পাড়ার বীণাপানি ক্লাব। নানা ধরনের মুখোশ দিয়ে সাজানো হয়েছে মন্ডপ।  প্রাচীন এই ক্লাবের কালী পূজোকে কেন্দ্র করে উদ্দীপনা বাড়ছে।