SSC দুর্নীতির প্রতিবাদে, মধ্যমগ্রামে ঢ্যাঁড়া পিটিয়ে অভিনব প্রচার CPIM-এর

মধ্যমগ্রামে ঢ্যাঁড়া পিটিয়ে অভিনব প্রচার CPI(M)-এর। রবিবার মধ্যমগ্রাম CPIM কমিটির উদ্যোগে ঢ্যাঁড়া পিটিয়ে এই কর্মসূচি পালন করা হয়। মধ্যমগ্রাম-সোদপুর রোডের উপরে ঢ্যাঁড়া পিটিয়ে এই মিছিল হয়। গতকাল মধ্যমগ্রামের একটি সোনার দোকানের কথা উঠে এসেছে 'পার্থ কাণ্ডে'। যদিও এর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। সেই খবরের পরিপ্রেক্ষিতেই এদিনের মিছিলের আয়োজন করা হয়েছে বলে দাবি CPIM-এর। তাদের দাবী এই ঘটনায় মধ্যমগ্রামের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীও যুক্ত আছে। তাদেরকে গ্রেফতার করে শাস্তি দিতে হবে, দাবী তাদের। 

Share this Video

মধ্যমগ্রামে ঢ্যাঁড়া পিটিয়ে অভিনব প্রচার CPI(M)-এর। রবিবার মধ্যমগ্রাম CPIM কমিটির উদ্যোগে ঢ্যাঁড়া পিটিয়ে এই কর্মসূচি পালন করা হয়। মধ্যমগ্রাম-সোদপুর রোডের উপরে ঢ্যাঁড়া পিটিয়ে এই মিছিল হয়। গতকাল মধ্যমগ্রামের একটি সোনার দোকানের কথা উঠে এসেছে 'পার্থ কাণ্ডে'। যদিও এর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। সেই খবরের পরিপ্রেক্ষিতেই এদিনের মিছিলের আয়োজন করা হয়েছে বলে দাবি CPIM-এর। তাদের দাবী এই ঘটনায় মধ্যমগ্রামের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীও যুক্ত আছে। তাদেরকে গ্রেফতার করে শাস্তি দিতে হবে, দাবী তাদের। 

Related Video