এ কি কাণ্ড !মাছের বদলে জালে উঠলো বিশালকৃতি অজগর সাপ

দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত রাতুড়িয়া গ্রাম সংলগ্ন দামোদর নদের জলে মাছ ধরার জন্য জাল ফেলেছিল স্থানীয়রা, মাছের বদলে জালে উঠলো অজগর সাপ 

Share this Video

মাছের বদলে জালে উঠলো অজগর সাপ | দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত রাতুড়িয়া গ্রাম সংলগ্ন দামোদর নদের জলে মাছ ধরার জন্য জাল ফেলেছিল স্থানীয়রা | এরপর জাল তুলতে গিয়ে স্থানীয়রা দেখতে পান অজগর সাপটিকে | জাল সমেত সাপটিকে রাতুড়িয়া গ্রামের একটি মন্দিরে আনা হয় | এই অজগর সাপটিকে দেখতে ভিড় জমায় আশেপাশে গ্রামের প্রচুর মানুষ | ভিড় সামলাতে রীতিমত হিমশিম খেতে হয় পুলিশকে 

Related Video