Asianet News BanglaAsianet News Bangla

সকালবেলায় অন্ধকারে ঢাকল চারপাশ, প্রবল ঝড় বৃষ্টিতে ভাসল জলপাইগুড়ি

  • সকালবেলায় অন্ধকারে ঢাকল চারপাশ
  • জলপাইগুড়িতে ব্যাপক ঝড়-বৃষ্টি
  • সেই সঙ্গেই শিলা বৃষ্টিও হয় সেখানে
  • ঝড়-বৃষ্টির জেরে বিদ্যুৎ বিভ্রাট বহু জায়গায়
     
Apr 22, 2021, 1:49 PM IST

ষষ্ঠ দফা নির্বাচনের দিনেই অন্ধকারে ঢাকল জলপাইগুড়ি। দিনের বেলা একেবারে অন্ধকারে ঢাকে গোটা এলাকা। তারপরেই ঝোড় হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয় সেখানে। সেই সঙ্গেই শিলাবৃষ্টিও হয় সেখানে। ঝড় বৃষ্টির জেরে সেখানে অনেক গাছ ভেঙে পড়ে। তবে এখনও ক্ষয়ক্ষতি কোনও পাওয়া যায়নি। ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ বিভ্রাট হয় বহু জায়গায়।