আইনশৃঙ্খলা নিয়ে বিঁধলেন রাজ্যপাল, পাল্টা দিলেন পার্থ, দেখুন ভিডিও

  • রাজ্যপালের মন্তব্যে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস
  • আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন জগদীপ ধনখড়
  • রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই মন্তব্য, অভিযোগ পার্থর
  • সংযত হওয়ার পরামর্শ দিলেন তৃণমূল মহাসচিব

Share this Video

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সরাসরি সংঘাতে গেল শাসক দল তৃণমূল কংগ্রেস। দশমীর দিন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অন্তসত্ত্বা স্ত্রী, আট বছরের ছেলে- সহ এক স্কুল শিক্ষকের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার গভীর উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি করেন রাজ্যপাল। এই ঘটনাকে তুলে ধরে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে কাঠগড়ায় তোলেন তিনি। 

রাজ্যপালের এই মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জবাব দেন পার্থ চট্টোপাধ্যায়। কোনও রাখঢাক না করেই রাজ্যপালকে সংযত হওয়ার পরামর্শ দেন তৃণমূল মহাসচিব এবং রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যপালের মন্তব্য অসত্য এবং রাজনৈতিক অভিসন্ধিমূলক বলেই মনে করছে রাজ্যের শাসক দল। 

Related Video