Jagdeep Dhankhar: বিএসএফ ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন ধনখড়

বিএসএফ ইস্যু নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত। বিএসএফ ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি রাজ্যপালের। সেই চিঠি ট্যুইটও করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রায়গঞ্জে প্রশাসনিক বৈঠকে সরব হন মুখ্যমন্ত্রী।
 

/ Updated: Dec 11 2021, 12:11 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বিএসএফ ইস্যু নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত। বিএসএফ ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি রাজ্যপালের। সেই চিঠি ট্যুইটও করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রায়গঞ্জে প্রশাসনিক বৈঠকে সরব হন মুখ্যমন্ত্রী। বিএসএফ-এর কাজের পরিধি নিয়ে সরব হন মমতা। মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যের বিরোধিতা করলেন রাজ্যপাল। 'দেশের সুরক্ষার জন্য কাজ করছে বিএসএফরা'। এমনটাই বলতে শোনা গেল রাজ্যপালকে। বিএসএফ এবং প্রশাসনকে মিলে কাজ করার পরামর্শ। প্রসঙ্গত, সম্প্রতি বাংলা, পঞ্জাব ও অসমে বিএসএফ এর কাজের পরিধিবাড়িয়েছে কেন্দ্র সরকার। ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে তা ৫০ মিটার করা হয়েছে। এই এলাকার মধ্যে বিএসএফ সদস্যরা তল্লাশি চালাতে পারবেন বলেই জানানো হয়। কিন্তু কেন্দ্রের এই নতুন নির্দেশ মানতেই নাজার মমতা বন্দ্যোপাধ্যায়। এই নির্দেশের তীব্র বিরোধিতা করে যে মমতা করছেন তা তিনি নিজেই জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নিয়ে বিরোধিতারই তীব্র বিরোধিতা করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।