জয়রামবাটির মায়ের ভিটেতে জগদ্ধাত্রী আরাধনা, দেখুন ভিডিও

বাঁকুড়ার জয়রামবাটির মাতৃমন্দিরে তিথি মেনেই চলল জগদ্ধাত্রী আরাধনা। মঙ্গলবার ভোর থেকেই শুরু হয় নবমী তিথির পুজো।  জগদ্ধাত্রী দর্শন করতে জয়রামবাটিতে এদিন বহু ভক্তের আগমন হয়। দুর্গাপুজোর মত চারদিন ধরেই জয়রামবাটির মাতৃমন্দিরে  চলে দেবী জগদ্ধাত্রীর আরাধনা। জয়রামবাটিতে মা সারদার জন্মভিটেতে এই জগদ্ধাত্রী পুজো খুব বিখ্যাত। স্বপ্নাদেশ পেয়ে মা সারদার মা শ্যামাসুন্দরী দেবী শুরু করেছিলেন জগদ্ধাত্রী আরাধনার। পুজোর কয়েকদিন পরেই জন্ম হয়েছিল মা সারদার। 

/ Updated: Nov 05 2019, 06:19 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বাঁকুড়ার জয়রামবাটির মাতৃমন্দিরে তিথি মেনেই চলল জগদ্ধাত্রী আরাধনা। মঙ্গলবার ভোর থেকেই শুরু হয় নবমী তিথির পুজো।  জগদ্ধাত্রী দর্শন করতে জয়রামবাটিতে এদিন বহু ভক্তের আগমন হয়। দুর্গাপুজোর মত চারদিন ধরেই জয়রামবাটির মাতৃমন্দিরে  চলে দেবী জগদ্ধাত্রীর আরাধনা। জয়রামবাটিতে মা সারদার জন্মভিটেতে এই জগদ্ধাত্রী পুজো খুব বিখ্যাত। স্বপ্নাদেশ পেয়ে মা সারদার মা শ্যামাসুন্দরী দেবী শুরু করেছিলেন জগদ্ধাত্রী আরাধনার। পুজোর কয়েকদিন পরেই জন্ম হয়েছিল মা সারদার।