চরম ব্যস্ততার সঙ্গে একরাশ চিন্তা তমলুকের জুয়েলারি পাড়ায়, আকাশের দিকেই তাকিয়ে শিল্পীরা

মৃৎশিল্পীদের মতোই চিন্তার ভাঁজ পড়েছে পূর্ব মেদিনীপুরের তমলুকের জুয়েলারি পাড়ায়

/ Updated: Sep 29 2019, 07:34 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পুজোর আর সপ্তাহ নেই। তাই এখন দম ফেলার ফুরসৎ নেই তমলুকের আস্তাড়া গ্রামের জুয়েলারি পাড়ার মেয়েদের। কারণ, শোলার অলঙ্কার ছাড়া যে মায়ের সাজই অপূর্ণ। আর সেই অলঙ্কার তৈরির জন্যই বিখ্যাত আস্তাড়া গ্রামের এই এলাকা। যে কারণে এলাকার নামই হয়ে গিয়েছে জুয়েলারি পাড়া। এখানে মহিলাদের হাতে তৈরি হওয়া এই শোলার গয়না গোটা জেলা তো বটেই, কলকাতাতেও পাঠানো হয়। প্রতিবছরই বেশ কিছু নতুন নতুন গয়নার নকশাও তৈরি করেন জুয়েলারি পাড়ার এই শিল্পীরা। কিন্তু প্রকৃতির খামখেয়ালিপনার জন্যই এবারে  শিল্পীদের কপালে ভাঁজ। সময়ের মধ্যেই প্রতিমার কাজের সঙ্গেই শেষ করতে হবে তা সাজিয়ে তোলার কাজ। তাই কার্যত নাওয়া, খাওয়া ভুলে সকাল থেকে রাত পর্যন্ত গ্রামের প্রায় পঁচিশজন মহিলা শিল্পী দিনরাত এক করে মায়ের গয়না তৈরির কাজ করছেন। তাঁদের এখন একটাই প্রার্থনা, বৃষ্টি কমে রোদ উঠুক।