কাউন্সিলরের ভাইপোর সঙ্গে ঝালদা থানার আইসি-র কথোপকথনের অডিও ফাঁস

তপন কান্দু খুনের ঘটনায় গ্রেফতার তাঁর ভাইপো মিঠুন কান্দু। মিঠুন কান্দুর সঙ্গে ঝালদা থানার আইসি-র কথোপকথনের অডিও ফাঁস। কাকার সঙ্গে মিঠুনের কথা হয়েছে কী না প্রশ্ন আইসি-র। বারংবার তাঁকে একই প্রশ্ন করা হয়েছে। 

/ Updated: Mar 16 2022, 07:29 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

তপন কান্দুর (Tapan Kandu) ভাইপোর সঙ্গে ঝালদা থানার আইসি-র কথোপকথন। মিঠুন কান্দুর সঙ্গে ঝালদা থানার (Jhalda police station) আইসি-র কথোপকথনের অডিও ফাঁস। কাকার সঙ্গে মিঠুনের কথা হয়েছে কী না প্রশ্ন আইসি-র। বারংবার তাঁকে একই প্রশ্ন করা হয়েছে। এই প্রশ্ন নিয়েই একাধিকবার তাঁকে ফোন করা হয় বলে জানা গিয়েছে। এই অডিওটি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল (Viral audio) হয়ে যায়। এই অডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি এশিয়ানেট। তপন কান্দুর স্ত্রী আগেই তাঁর স্বামীর খুনের জন্য দায়ি করেছিলেন আইসি-কে। অডিওটি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানান জল্পনা। অডিওটি নিয়ে শোরগোলও পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন মৃত তপন কান্দুর স্ত্রী। তপন কান্দু খুনের পরই তিনি দাবি করেন এই ঘটনার সঙ্গে থানার আইসি জড়িতে। স্থানীয় রাজনীতির কারণেই কী তপন কান্দুর খুন। তপন কান্দুর খুনের ঘটনা নিয়ে উঠে আসছে একাধিক প্রশ্ন।