ঝালমুড়ি বিতর্ক তুঙ্গে, আজ বিষ্ণুপুরে ঝালমুড়ি ও কাশফুল বিক্রি করলেন বিজেপি কর্মীরা
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থানের দিশা দেখাতে গিয়ে রাজ্যের যুবকদের বার্তা দিয়েছিলেন ঝালমুড়ি ঘুগনি চা বিক্রি করার এবং কাশফুল দিয়ে বালিশ তৈরি করে আর্থিকভাবে নিজের পায়ে দাঁড়ানোর, এই বক্তব্যকে কটাক্ষ করে বিষ্ণুপুর রবীন্দ্র স্ট্যাচু মোরে বিজেপি কর্মীরা ঝালমুড়ি বিক্রি করলেন সাথে ছিল কাশফুল
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবকদের বার্তা দিয়েছিলেন ঝালমুড়ি ঘুগনি চা বিক্রি করার | কাশফুল দিয়ে বালিশ তৈরি করে আর্থিকভাবে নিজের পায়ে দাঁড়ানোর কথাও বলেন তিনি | রীতিমত এই বক্তব্যে ঝড় উঠে রাজ্য জুড়ে | আগের দিন বিধানসভার সামনে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিজেপি বিধায়করা চা বিক্রি করেন | আর এদিন বিষ্ণুপুরের বিজেপি কর্মীরা ও সেই একই পথ বেছে নিলেন | বিষ্ণুপুর রবীন্দ্র স্ট্যাচু মোরে বিজেপি কর্মীরা ঝালমুড়ি বিক্রি করলেন সাথে ছিল কাশফুল | অভিনব কায়দায় মুখ্যমন্ত্রীর এই কর্মসংস্থানের দিশাকে তীব্র নিন্দা করল তারা |