Jhulan Goswami Farewell : লর্ডসে ক্রিকেটকে বিদায় বাংলার ঝুলন-এর, কলকাতা বিমানবন্দরেই ভাসলেন অভিনন্দনে

লর্ডসে ক্রিকেটকে বিদায় বাংলার ঝুলন-এর। অবসর জানিয়ে কলকাতায় ফিরলনে ঝুলন। প্রায় দু’দশক পর থামল চাকদা এক্সপ্রেস। কলকাতা বিমানবন্দরেই ভাসলেন অভিনন্দনে। ঝুলনকে অভিনন্দন জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন CAB প্রধান অভিষেক ডালমিয়া। এছাড়াও ছিল বেশ কিছু খুদে ক্রিকেটার। ঝুলনের সঙ্গে ছিল দীপ্তি শর্মা। 

| Sep 26 2022, 01:45 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

লর্ডসে ক্রিকেটকে বিদায় বাংলার ঝুলন-এর। অবসর জানিয়ে কলকাতায় ফিরলনে ঝুলন। প্রায় দু’দশক পর থামল চাকদা এক্সপ্রেস। কলকাতা বিমানবন্দরেই ভাসলেন অভিনন্দনে। ঝুলনকে অভিনন্দন জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন CAB প্রধান অভিষেক ডালমিয়া। এছাড়াও ছিল বেশ কিছু খুদে ক্রিকেটার। ঝুলনের সঙ্গে ছিল দীপ্তি শর্মা।