ভুয়ো অ্যাকাউন্ট খুলে কন্যাশ্রী-র টাকা নয়ছয়ের অভিযোগ, কাঠগড়ায় প্রধান শিক্ষক
দক্ষিণ দিনাজপুরে চেঙ্গিসপুর হাই স্কুলে কন্যাশ্রীর ভুয়ো একাউন্ট খোলায় বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় ।সেই ঘটনাতেই ধ্রুবজ্যোতি গুহ বিশ্বাস নামে হাইস্কুলের এক কম্পিউটার শিক্ষককে গ্রেফতার করা হয়
দক্ষিণ দিনাজপুরে চেঙ্গিসপুর হাই স্কুলে কন্যাশ্রীর ভুয়ো একাউন্ট খোলায় বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় ।সেই ঘটনাতেই ধ্রুবজ্যোতি গুহ বিশ্বাস নামে হাইস্কুলের এক কম্পিউটার শিক্ষককে গ্রেফতার করা হয় |জামিনের মুক্ত হয়ে ঐ শিক্ষক চেঙ্গিস পুর হাই স্কুলে পুনরায় যোগদান করবার চেষ্টা চালাচ্ছেন | স্কুলের প্রধান শিক্ষক তাকে পেছন থেকে মদদ দিচ্ছে বলে অভিযোগ | চেঙ্গিসপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের জানতে চাইলে তিনি এই বিষয়ে ক্যামেরার সামনে কিছু জানতে চাননি | পাশাপাশি তিনি প্রশ্ন করতে যাওয়ায় সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন