হরিশ্চন্দ্রপুরে ল্যান্ড মাফিয়া ও আইসি-র আঁতাত, কড়া নিন্দায় সরব সাংসদ খগেন মূর্মূ
- ল্যান্ড মাফিয়াদের দৌরাত্মে তিতিবিরক্ত মানুষ
- সাধারণ জনমানসকে নিরাপত্তা না দেওয়ার অভিযোগ
- কাঠগড়ায় হরিশ্চন্দ্রপুর থানার ভাবমূর্তি
- দিনের পর দিন অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠেছে এলাকা
হরিশ্চন্দ্রপুরে ল্যান্ডমাফিয়া এবং পুলিশ প্রশাসনের যোগসাজোশ নিয়ে মুখ খুললেন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মূর্মূ। তিনি প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান, যে ভাবে আজ হরিশ্চন্দ্রপুর অপরাধের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে তা চরম নিন্দনীয়। পুলিশ প্রশাসনের একশ্রেণি তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে। এদের শুধু পুলিশের খাকি উর্দি ত্যাগ করে হাতে ঝাণ্ডা ধরাটা-ই বাকি। হরিশ্চন্দ্রপুরেও এমনটা হয়েছে। যার ফলে, হরিশ্চন্দ্রপুর থানার আইসি আইন-শৃঙ্খলা রক্ষা করা ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতার মোটরবাইক শো-রুম উদ্বোধনে হাজির থাকছেন। আইনশৃঙ্খলার রক্ষকের কাছে এহেন পক্ষাপাতমূলক ভাবমূর্তি কখনই কাঙ্খিত নয়। কয়েক মাস আগেই হরিশ্চন্দ্রপুর থানার সামনে অবস্থানে বসেছিলেন সাংসদ খগেন মূর্মূ। সে সময় তিনিও হরিশ্চন্দ্রপুর থানার আইসি-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হন এবং তাঁর অপসারণও দাবি করেছিলেন। এবারের ঘটনাতেও তিনি আইসি-র অবস্থানের কড়া নিন্দা করেছেন। একজন আইসি সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া ছেড়ে দিয়ে দুষ্কৃতীদের জমি জবর দখলে মদত দিচ্ছেন এই অভিযোগে যারপরনাই বিস্মিত হয়েছেন খগেন মূর্মূ।