সমু্দ্রের পাড়ে লাফাচ্ছে এক কেজির জ্যান্ত ইলিশ, দিঘায় অবাক পর্যটকরা, দেখুন ভিডিও

  • দিঘার সমুদ্র সৈকতে বিরল দৃশ্য
  • সমুদ্রের পাড়ে লাফাচ্ছে জ্যান্ত ইলিশ
  • বিরল দৃশ্যের সাক্ষী থাকলেন পর্যটকরা
/ Updated: Nov 19 2019, 01:52 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


জোয়ারের জলে ডাঙায় এসে পড়ল এক কেজির জ্যান্ত ইলিশ। ওল্ড দিঘার সমু্দ্র সৈকতে মঙ্গলবার সকালে এমনই বিরল দৃশ্যের সাক্ষী থাকলেন পর্যটকরা। যা দেখে উচ্ছ্বসিত প্রত্যেকেই। মঙ্গলবার সকালে জোয়ারের সময় আচমকাই একটি ইলিশ ঢেউয়ের জলের সঙ্গে ছিটকে এসে পড়ে সমু্দ্রের পাড়ে। বেশ কিছুক্ষণ লাফাতে থাকে সেটি। সমু্দ্র সৈকতে কর্তব্যরত এক পুলিশকর্মী মাছটিকে ধরেন। সাধারণত সমুদ্র সৈকত থেকে অন্তত কুড়ি নটিক্যাল মাইল দূরে ইলিশ থাকে বলে জানাচ্ছেন অভিজ্ঞ মৎস্যজীবীরা। কোনও কারণে দলছুট হয়ে এই মাছটি সমুদ্র সৈকতে চলে এসেছে বলেই মনে করা হচ্ছে। 

মাছটিকে প্রথমে ধরে ফেলেন ওই পুলিশকর্মী। কিন্তু পর্যটকরা যেন বিশ্বাসই করতে চাইছিলেন না যে সেটি জ্যান্ত। সৈকতের বাঁধানো অংশে মাছটিকে রেখে দিতেই লাফাতে শুরু করে সেটি। বাজারে বরফ চাপা দেওয়া ইলিশ দেখে অভ্যস্ত সবাই। সেখানে জ্যান্ত ইলিশে চেখে দেখার সুযোগ না হোক, চোখে দেখার আনন্দই বা কম কীসের!