অ্যাকাউন্ট থেকেই কাটমানি সরিয়েছেন কাউন্সিলর, বিক্ষোভ মেদিনীপুরে, দেখুন ভিডিও
- কাটমানি কাণ্ডে এবার মেদিনীপুরে বিক্ষোভ
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাউন্সিলর টাকা সরান বলে অভিযোগ
- অভিযোগ অস্বীকার তৃণমূল কাউন্সিলরের
কাটমানি বিক্ষোভ এবার পশ্চিম মেদিনীপুরে। সরকারি প্রকল্পের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই সরাসরি টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল শাসক দলের এক কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযুক্ত কাউন্সিলরের অবশ্য দাবি, সমস্ত অভিযোগই মিথ্যা। তিনি গোষ্ঠী কোন্দলের শিকার।
এ দিন সকালে মেদিনীপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোকেয়া বিবির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন কিছু বাসিন্দা। তাঁদের অভিযোগ, 'সবার জন্য বাড়ি' প্রকল্পে নিয়ম মতো তাঁরা অ্যাকাউন্টে পঁচিশ হাজার টাকা করে জমা করেছিলেন। ওই অ্যাকাউন্টেই সরকারি ভর্তুকির টাকা জমা হওয়ার কথা। বাসিন্দাদের দাবি, তাঁদের ব্যাঙ্কের পাসবই কাউন্সিলরের কাছে জমা ছিল। তাঁদের আরও অভিযোগ, সরকারি ভর্তুকির টাকার একাংশ ওই কাউন্সিলর ব্যাঙ্ক থেকে তুলে নিয়েছেন। প্রতিশ্রুতি মতো অনেকেরই বাড়ির কাজও শুরু হয়নি। অভিযুক্ত কাউন্সিলরের পাল্টা যুক্তি, অন্যের অ্যাকাউন্ট থেকে তাঁর পক্ষে টাকা তোলা সম্ভব নয়। গোটাটাই মিথ্যে অভিযোগ।