বাড়ি পিছু পাঁচ হাজার, কাটমানি ফেরত চেয়ে ঘেরাও দুই তৃণমূল নেতা, দেখুন ভিডিও

  • কাটমানি ফেরানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী
  • তার পরেই বীরভূমে বিক্ষোভ সাধারণ মানুষের
  • দুই তৃণমূল নেতার বাড়ি ঘেরাও
  • সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে দুর্নীতি
/ Updated: Jun 20 2019, 02:27 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই বীরভূমের ইলামবাজারে দুই তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে কাটমানি ফেরত চাইলেন গ্রামবাসীরা। বুধবার বীরভূমের ইলামবাজারের শ্রীচন্দ্রপুর গ্রামে দুই তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করলেন গ্রামবাসীরা। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি করার জন্য সরকারি প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার বিনিময়ে গ্রামবাসীদের থেকে কাটমানি নিয়েছিলেন ওই দুই নেতা। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা গ্রামের যে সমস্ত গরিব মানুষ পেয়েছেন, তাঁদের প্রত্যেকের কাছ থেকে ৫০০০ টাকা করে কাটমানি নিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য উত্তম বাউড়ি এবং তৃণমূল বুথ সভাপতি রাজীব আকুর।

যদিও পুরো ঘটনা অস্বীকার করেছেন এলাকার তৃণমূল সদস্য উত্তম বাউরি। অন্য অভিযুক্ত রাজীব আকুরের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ দিনই বীরভূমের সাঁইথিয়াতে এক তৃণমূল কাউন্সিলরের বাড়িও ঘেরাও করেন সাধারণ মানুষ।