উৎসবের রং ফিকে ঝালদায়, কংগ্রেস কাউন্সিলর খুনের প্রতিবাদ স্থানীয়দের

ঝালদার কাউন্সিলার খুনের প্রতিবাদে দোল বা হলি উৎসব  পালন করছেনা এলাকা বাসি । দোল উৎসবে দেখা গেল প্রায় শুনসান ঝালদা শহর। তপন কান্দু যে ওয়ার্ড থেকে কংগ্রেসের হয়ে নির্বাচিত হয়েছিলেন সেই ২ নম্বার ওয়ার্ড যেন পুরোপুরি স্তব্ধ।  রং উৎসবের দিনে সবার মুখে একটাই কথা এবার হোলি উৎসব তপন কান্দুর নামে উৎসর্গ করা হয়েছে।

/ Updated: Mar 18 2022, 06:50 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ঝালদার কাউন্সিলার খুনের প্রতিবাদে দোল বা হলি উৎসব  পালন করছেনা এলাকা বাসি । দোল উৎসবে দেখা গেল প্রায় শুনসান ঝালদা শহর। তপন কান্দু যে ওয়ার্ড থেকে কংগ্রেসের হয়ে নির্বাচিত হয়েছিলেন সেই ২ নম্বার ওয়ার্ড যেন পুরোপুরি স্তব্ধ।  রং উৎসবের দিনে সবার মুখে একটাই কথা এবার হোলি উৎসব তপন কান্দুর নামে উৎসর্গ করা হয়েছে। তাঁকে শ্রদ্ধা জানাতেই হোলির উৎসব পালন করছেন না স্থানীয় বাসিন্দারা। এলাকার মানুষের দাবি তপন কান্দু মানুষের জন্য কাজ করতেন। যেকোনও পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে চাইতেন। এলাকার সকল মানুষের খুবই প্রিয় ছিলেন এই কংগ্রেস কর্মী।  কিন্তু তাঁকে খুন করে দুষ্কৃতীরা। অবিলম্বে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন তারা। গত ১৩ মার্চ সন্ধে নাগাদ গুলি করে খুন করা হয়  তপন কান্দুকে। ঘটনার পাঁচ দিন পরেও শোকে স্তব্ধ স্থানীয় বাসিন্দারা।