নাগরিকত্ব আইনের প্রতিবাদে ভাঙড়ে মশাল মিছিল, দেখুন ভিডিও

  • নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ
  • ভাঙড়ে মশাল মিছিল বের করল জমিরক্ষা কমিটি
  • মিছিলে হাঁটল কয়েক হাজার মানুষ
  • মিছিল শেষে হল প্রতিবাদ সভাও
/ Updated: Dec 14 2019, 09:21 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাজ্যে  নাগরিকত্ব আইনে প্রতিবাদে আন্দোলন যখন হিংসাত্বক রূপ নিয়েছে, তখন ভিন্ন ছবি ধরা পড়ল উত্তর ২৪ পরগণার ভাঙড়ে। অবরোধ কিংবা ভাঙচুর নয়, মশাল মিছিল করলেন স্থানীয় বাসিন্দারা। ভাঙড়ে-এর পোলেরহাটে এই অভিনব প্রতিবাদ মিছিলের আয়োজক ছিল জমি-জীবিকা-বাস্ততন্ত্র ও পরিবেশরক্ষা কমিটি। শনিবার সন্ধ্যায় ভাঙড়ে-এর কাশীপুর থানার পোলেরহাটে অঞ্চলে নাগরিকত্ব আইনের  প্রতিবাদে মশাল হাতে মিছিল হাঁটল কয়েক হাজার মানুষ। মিছিল শেষে প্রতিবাদ সভারও আয়োজন করা হয়। একসময়ে বিদ্যুতের পাওয়ার গ্রিড বসানোকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছিল উত্তর ২৪ পরগণার ভাঙড়। তখন  জমি-জীবিকা-বাস্ততন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি গঠন করে পাওয়া গ্রিডের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন স্থানীয় বাসিন্দারা। পঞ্চায়েত ভোটে ভাঙড়ে প্রতিদ্বন্দ্বিতাও করেন এই কমিটির সদস্যরা।