রায়গঞ্জের বর্ণাঢ্য বসন্ত উৎসব, আবির আর রঙে রঙিন হল গোটা মাঠ
দোল মানেই রঙের উৎসব। রায়গঞ্জ শহরের দোল উৎসব বিশেষ নজর কেড়ে নিয়েছে। রায়গঞ্জ বসন্ত উৎসব কমিটির অনুষ্ঠান প্রত্যেক বারের মত এবারও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। আর করোনা আবহ কাটিয়ে এবার রায়গঞ্জবাসী প্রাণভরে সামিল হয়েছিল রঙের উৎসব দোল।
দোল মানেই রঙের উৎসব। রায়গঞ্জ শহরের দোল উৎসব বিশেষ নজর কেড়ে নিয়েছে। রায়গঞ্জ বসন্ত উৎসব কমিটির অনুষ্ঠান প্রত্যেক বারের মত এবারও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। আর করোনা আবহ কাটিয়ে এবার রায়গঞ্জবাসী প্রাণভরে সামিল হয়েছিল রঙের উৎসব দোল। রায়গঞ্জ বসন্ত উৎসব কমিটির দোল দেখতে সাত সমুদ্র তেরো নদীর পার থেকেও ভিনদেশীরা এবার পারী দিয়েছেন রায়গঞ্জ শহরে।রায়গঞ্জ বসন্ত উৎসব কমিটির বসন্ত উৎসব ১৮ তম বর্ষে পদার্পণ করল। শহরের বিভিন্ন এলাকার সংস্কৃতি প্রেমী মানুষ থেকে শুরু করে রায়গঞ্জ বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার ছেলেমেয়েরা প্রতিবছর অংশগ্রহন করে এই বসন্ত উৎসবে। আকাশে রঙিন বেলুন উড়িয়ে রায়গঞ্জ বসন্ত উৎসব কমিটির ১৮ তম বর্ষের শুভ সূচনা করলেন উৎসব কমিটির কর্নধার চিকিৎসক জয়ন্ত ভট্টাচার্য। কচিকাঁচা থেকে যৌবনে পা রাখা কিশোর কিশোরীর নাচে গান ছিল বিশেষ আকর্ষণ। এবারে রায়গঞ্জ বসন্ত উৎসব কমিটির এই বসন্ত উৎসবে সুদুর ডেনমার্ক থেকে অতিথিরা এসেছেন রায়গঞ্জ বসন্ত উৎসব দেখতে।