দেশলাই কাঠি দিয়ে তৈরি ১ ইঞ্চির মা কালী, নজির গড়লেন নবদ্বীপের গৌতম সাহা
- করোনা আবহে এবার অনেক জায়গাতেই পুজো বন্ধ
- তবে মায়ের প্রতি ভক্তি আর শ্রদ্ধার কাছে হার মানল করোনাও
- এবার দেশলাই দিয়ে কালী প্রতিমা বানালেন নবদ্বীপের গৌতম সাহা
- এক নজরে দেখে নিন তাঁর অসাধারণ এই সৃষ্টি
করোনা আবহে এবার পুজোর কোনও নিশ্চয়তা ছিলনা। তাই এবার বাড়িতেই কালী ঠাকুর বানিয়ে ফেললেন নবদ্বীপের গৌতম সাহা। তবে এই সাধারণত আমরা যে মাটির কালী ঠাকুর দেখে থাকি তেমন নয়। এই কালী দেশলাই কাঠি উপরে মাটি দিয়ে তৈরি। মাত্র এক ইঞ্চির এই কালী ঠাকুর ইতিমধ্যেই নজর কেড়েছে সকলের। গৌতম বাবু জানিয়েছেন, ছোটবেলা থেকেই তাঁর নতুন কিছু করতে ভালো লাগে। এর আগে তিনি দেশলাইয়ের কাঠির মধ্যে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ সহ বিভিন্ন মনীষীর মূর্তি তৈরি করেছেন। ২৫ বছর ধরে তিনি দেশলাই কাঠি দিয়ে বিভিন্ন মনীষীর প্রতিকৃতি তৈরি করেছেন। এছাড়াও সিমেন্ট, মাটি, চক, পেন্সিল ইত্যাদি দিয়েও বিভিন্ন জিনিয় বানিয়েছেন তিনি। তাঁর বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গৌতমবাবুর বিভিন্ন শিল্পের ছোঁয়া। করোনা সংক্রমণ এবং লকডাউনের মধ্যে অবসর সময় কাটিয়েছেন এই নতুন সৃষ্টির আনন্দে। বাড়িতে বৃদ্ধা মা ও স্ত্রী ঝুমা সাহা, তাঁর এই কাজে সব সময় সহযোগিতা করেন। গৌতমবাবু জানিয়েছেন লকডাউনের সময় তেমন কোনও কাজ ছিল না। সেই সময় এই শিল্পকলা আমাকে অবসাদ থেকে বাঁচিয়েছে। তিনি বলেন যতদিন বাঁচবো ততদিন শিল্পকে আঁকড়ে ধরে।