দৈহিক প্রতিবন্ধকতা জয় করেই মাধ্যমিক পরীক্ষায় বর্ণালি

সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। দৈহিক প্রতিবন্ধকতা জয় করেই মাধ্যমিক দিচ্ছে বর্ণালি চন্দ্র। ২জন রাইটারের সহযোগিতায় মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সে। পুরুলিয়ার ঝালদা হিন্দি হাই স্কুলের ছাত্রী বর্ণালি। পরীক্ষায় পাস ভালোভাবেই করবে বর্ণালি, জানাচ্ছে নিজেই। মেয়ে পরীক্ষা দিতে পারছে, খুশি বর্ণালির বাবাও।

/ Updated: Mar 07 2022, 05:15 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

জীবনের সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক।তাই শারিরীক প্রতিবন্ধকতা নিয়েও ২জন রাইটারের সহযোগিতা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে পুরুলিয়ার (Purulia) ঝালদা হিন্দি হাই স্কুলের প্রতিবন্ধী ছাত্রী বর্ণালী চন্দ্র।ছাত্রীর বাবা শীতল চন্দ্র জানান।আমার মেয়ে প্রতিবন্ধী হওয়ায় রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ দু'জনের সহায়তা দিয়ে পরীক্ষায় লেখার অনুমতি দিয়েছে।তাই স্কুল কর্তৃপক্ষ ও রাজ্য শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জানাই।আশাকরি মেয়ে পাস করবে | এদিন পরীক্ষা দিতে এসে  মাধ্যমিক পরীক্ষার্থী বর্ণালী চন্দ্র জানান।আজ পরীক্ষার প্রথম দিন উৎসাহ তো আছে পরীক্ষা ভালো হবে পাস করবো।