চিকিৎসক হতে চায় মাধ্যমিকের দশম হাবড়ার কোয়েল, আর কি বলছে সে

হাবড়া কামিনীকুমার গার্লস হাইস্কুলের ছাত্রী কোয়েল দাস। মাধ্যমিক ২০২২-এর পরীক্ষায় কোয়েলের প্রাপ্ত নম্বর ৬৮৪। মাধ্যমিকের মেধা তালিকায় ১০ নম্বরে নাম রয়েছে কোয়েলের। মাধ্যমিকের ফল ভালো হবে বলে আশা করেছিল কোয়েল। কিন্তু এতটা ভালো হবে তা অনুমান করতে পারেনি কোয়েল। কোয়েলের প্রিয় বিষয় জীববিদ্যা, ভবিষ্যতে চিকিৎসক হতে চায়। মাধ্যমিকের ভালো ফলের জন্য বাবা-মা ও শিক্ষকদের কৃতিত্ব দিচ্ছে কোয়েল।  
 

/ Updated: Jun 03 2022, 05:19 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

জীববিদ্যা তাঁর প্রিয় বিষয়। এরপর চিকিৎসক হতে চায় সে। মাধ্যমিকের দশম স্থানাধিকারী কোয়েল দাস এমনটাই জানাল সংবাদমাধ্যমকে। হাবড়া কামিনীকুমার গার্লস হাইস্কুলের ছাত্রী কোয়েল দাস। মাধ্যমিক ২০২২-এর পরীক্ষায় কোয়েলের প্রাপ্ত নম্বর ৬৮৪। মাধ্যমিকের মেধা তালিকায় ১০ নম্বরে নাম রয়েছে কোয়েলের। মাধ্যমিকের ফল ভালো হবে বলে আশা করেছিল কোয়েল। কিন্তু এতটা ভালো হবে তা অনুমান করতে পারেনি কোয়েল। কোয়েলের প্রিয় বিষয় জীববিদ্যা, ভবিষ্যতে চিকিৎসক হতে চায়। মাধ্যমিকের ভালো ফলের জন্য বাবা-মা ও শিক্ষকদের কৃতিত্ব দিচ্ছে কোয়েল। এদিকে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মতা বন্দ্য়োপাধ্যায়। মেধা তালিকায় থাকা সকল জেলার কৃতি ছাত্র ছাত্রীদের প্রতি বার্তা দিয়ে টুইট করেছেন তিনি। শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই মমতা টুইট করে লেখেন, মাধ্যমিকে উত্তীর্ণ কৃতি পড়ুয়াদের শুভেচ্ছা জানাই। আমাদের জেলায় ছেলেমেয়েরা অসাধারণ ফলাফল করছেন। শহরের ছাত্র ছাত্রীরাও আমাদের গর্বিত করেছে।