Mamata Banerjee : ‘মানবতা আমাদের ধর্ম’, সংহতির বার্তা দিয়ে পুজো শুরুর ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে UNESCO পদযাত্রার মাধ্যমে তাদের ধন্যবাদ জানানো হয়। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আজ থেকে পুজো শুরু হয়ে গেল। ঢাকের বাদ্যি শুরু হয়ে গেল।' মুখ্যমন্ত্রী UNESCO-র  প্রতিনিধিদের স্ট্যান্ডিং ওভেশন দিতে বলেন সেখানে উপস্থিত সকলকে। ‘মানবতা আমাদের ধর্ম’, সংহতির বার্তা দিয়ে রেড রোড থেকে পুজো শুরুর ঘোষণা মুখ্যমন্ত্রীর। 'যে যেমন ভাবে পারুন আনন্দ করুন। হৃদয়কে বড় করুন।' মুখ্যমন্ত্রী বলেন, 'ধর্ম সবার নিজের। কিন্তু উৎসব সবার। কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ শিখ, কেউ জৈন, কেউ বৌদ্ধ। কিন্তু উৎসব সবার। আমাদের একটাই ধর্ম মানবতা। ঐক্য আমাদের শক্তি। আমরা ঐক্যবদ্ধ।'

/ Updated: Sep 01 2022, 09:08 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে UNESCO পদযাত্রার মাধ্যমে তাদের ধন্যবাদ জানানো হয়। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আজ থেকে পুজো শুরু হয়ে গেল। ঢাকের বাদ্যি শুরু হয়ে গেল।' মুখ্যমন্ত্রী UNESCO-র  প্রতিনিধিদের স্ট্যান্ডিং ওভেশন দিতে বলেন সেখানে উপস্থিত সকলকে। ‘মানবতা আমাদের ধর্ম’, সংহতির বার্তা দিয়ে রেড রোড থেকে পুজো শুরুর ঘোষণা মুখ্যমন্ত্রীর। 'যে যেমন ভাবে পারুন আনন্দ করুন। হৃদয়কে বড় করুন।' মুখ্যমন্ত্রী বলেন, 'ধর্ম সবার নিজের। কিন্তু উৎসব সবার। কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ শিখ, কেউ জৈন, কেউ বৌদ্ধ। কিন্তু উৎসব সবার। আমাদের একটাই ধর্ম মানবতা। ঐক্য আমাদের শক্তি। আমরা ঐক্যবদ্ধ।'

Read more Articles on