‘দিদি তো চাননি, বাধ্য হয়েছেন’, পার্থর অপসারণ প্রসঙ্গে দাবি দিলীপ ঘোষে-র

‘দিদি তো চাননি, বাধ্য হয়েছেন’, পার্থর অপসারণ প্রসঙ্গে দাবি দিলীপ ঘোষে-র। গ্রেফতার হওয়ার ৭ দিন পর দলের সব পদ থেকে সরানো হয়েছে পার্থকে। দিলীপ ঘোষের মতে মমতা এই সিদ্ধান্ত নিতে চাননি। পার্টিটা ডুবে যেত তাই বাধ্য হয়েছেন পার্থর অপসারণে। 'ওনার পাশে বসে ডাকাতি হচ্ছে উনি জানতেন না'। 'ফোনটাও তুললেন না, কিসের ভরসা'। 'ক্ষমতা বাঁচানোর জন্য উনি দিল্লি যাচ্ছেন'। 

/ Updated: Jul 30 2022, 11:55 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

‘দিদি তো চাননি, বাধ্য হয়েছেন’, পার্থর অপসারণ প্রসঙ্গে দাবি দিলীপ ঘোষে-র। গ্রেফতার হওয়ার ৭ দিন পর দলের সব পদ থেকে সরানো হয়েছে পার্থকে। দিলীপ ঘোষের মতে মমতা এই সিদ্ধান্ত নিতে চাননি। পার্টিটা ডুবে যেত তাই বাধ্য হয়েছেন পার্থর অপসারণে। 'ওনার পাশে বসে ডাকাতি হচ্ছে উনি জানতেন না'। 'ফোনটাও তুললেন না, কিসের ভরসা'। 'ক্ষমতা বাঁচানোর জন্য উনি দিল্লি যাচ্ছেন'।