Mamata Banerjee: কর্ণজোড়ার সভায় বিএসএফ ইস্যু নিয়ে আলোচনা মমতার

মঙ্গলবার রায়গঞ্জের কর্ণজোড়ায় বৈঠকে ছিল মমতার। দুই দিনাজপুরের প্রশাসনিক প্রধানদের সঙ্গে ছিল বৈঠক। কর্ণজোড়ার সভায় ফের বিএসএফ ইস্যু তুলে ধরলেন মমতা। 'বিএসএফ গ্রামের ভেতরে ঢুকে পড়ে'।

Share this Video

'বিএসএফরা (BSF) গ্রামের ভেতরে ঢুকে যায়, অত্যাচার করে', এই বিষয়টি নিয়ে বিএসএফ-এর ডিজির সঙ্গে রাজ্যের ডিজির কথা বলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। মঙ্গলবার রায়গঞ্জের কর্নজোড়ায় অডিটোরিয়াম হলে দুই দিনাজপুর জেলার প্রশাসনিক প্রধানদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই প্রশাসনিক বৈঠকেই বিএসএফদের বিরুদ্ধে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জেলা। জেলায় সীমান্তের ভেতরে ১৫ কিলোমিটার এলাকার মধ্যে স্থানীয় পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে বিএসএফ কাজ করতে পারে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিএসএফ গ্রামের ভেতরে প্রবেশ করে গ্রামবাসীদের উপর অত্যাচার এবং তার অভিযোগ ওঠে। এই ঘটনাগুলির উপর স্থানীয় থানার আইসিদের কড়া নজর দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

Related Video