Mamata Banerjee‐ পাহাড়ের বাচ্চাদের সঙ্গে আলাপচারিতা মমতার, দিলেন উপহারও

বৃহস্পতিবার পাহাড় সফরের শেষ দিন মমতার (Mamata Banerjee)। পাহাড় সফর শেষে সেখান থেকে গোয়ায় যাবেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। পাহাড়ে খোশ মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পাহাড়ের বাচ্চাদের সঙ্গে সময় কাটালেন মুখ্যমন্ত্রী। বাচ্চাদের সঙ্গে আলাপচারিতা করতেও দেখা যায় মমতাকে। সেখানে মুখ্যমন্ত্রী নিজের হাতে উপহার দেন তাঁদের। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল চায়ের দোকানে বসে চা খেতে। তার ঠিক পরের দিনই পাহাড়ের বাচ্চাদের সঙ্গে কথা বলতে দেখা গেল তাঁকে। দীর্ঘক্ষণ তিনি তাঁদের সঙ্গে কথা বলেন। কথার শেষে তাঁদের হাতে উপহার তুলেদেন তিনি। প্রসঙ্গত, মঙ্গলবার পাহাড়ে বৈঠক করেন তিনি। সেখানে পাহাড়ের উন্নয়নের জন্য একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন মমতা। এদিন পাহাড়ের ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার আশ্বাসও দেন তিনি। সেই বৈঠকে তাঁকে বলতে শোনা যায়, ঘুরতে তাঁর ভালোলাগে। পাহাড়ে ঘুরতে যে তাঁর ভালোলাগে সে কথা জানিয়ে তিনি বলেন, ইচ্ছা থাকলেও তিনি ঘুরতে পারেন না। তার ঠিক এক দিন পরেই পাহাড়ের এক চায়ের দোকানে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। এবার সেই পাহাড়ের বাচ্চাদের সঙ্গেই সময় কাটাতে দেখা গেল তাঁকে। 

/ Updated: Oct 29 2021, 09:20 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বৃহস্পতিবার পাহাড় সফরের শেষ দিন মমতার (Mamata Banerjee)। পাহাড় সফর শেষে সেখান থেকে গোয়ায় যাবেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। পাহাড়ে খোশ মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পাহাড়ের বাচ্চাদের সঙ্গে সময় কাটালেন মুখ্যমন্ত্রী। বাচ্চাদের সঙ্গে আলাপচারিতা করতেও দেখা যায় মমতাকে। সেখানে মুখ্যমন্ত্রী নিজের হাতে উপহার দেন তাঁদের। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল চায়ের দোকানে বসে চা খেতে। তার ঠিক পরের দিনই পাহাড়ের বাচ্চাদের সঙ্গে কথা বলতে দেখা গেল তাঁকে। দীর্ঘক্ষণ তিনি তাঁদের সঙ্গে কথা বলেন। কথার শেষে তাঁদের হাতে উপহার তুলেদেন তিনি। প্রসঙ্গত, মঙ্গলবার পাহাড়ে বৈঠক করেন তিনি। সেখানে পাহাড়ের উন্নয়নের জন্য একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন মমতা। এদিন পাহাড়ের ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার আশ্বাসও দেন তিনি। সেই বৈঠকে তাঁকে বলতে শোনা যায়, ঘুরতে তাঁর ভালোলাগে। পাহাড়ে ঘুরতে যে তাঁর ভালোলাগে সে কথা জানিয়ে তিনি বলেন, ইচ্ছা থাকলেও তিনি ঘুরতে পারেন না। তার ঠিক এক দিন পরেই পাহাড়ের এক চায়ের দোকানে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। এবার সেই পাহাড়ের বাচ্চাদের সঙ্গেই সময় কাটাতে দেখা গেল তাঁকে।