৩৭০ প্রত্যাহারে কি সমর্থন, বিতর্কে না ঢুকে কৌশলী মমতা, দেখুন ভিডিও
- কাশ্মীর নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্য়োপাধ্যায়
- বিলের ভাল মন্দ নিয়ে মন্তব্য এড়ালেন পশ্চিমবঙ্গের মুথ্যমন্ত্রী
- মমতার প্রশ্ন বিল পাশের পদ্ধতি নিয়ে
- ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতির মুক্তির দাবি
বিলের ভাল মন্দ নয়, যেভাবে কাশ্মীর পুনর্গঠন এবং সংরক্ষণ বিল পাশ করিয়ে নিয়েছে কেন্দ্রে, তার পদ্ধতি নিয়ে আপত্তি তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, কাশ্নীর নিয়ে যে জোড়া বিল সোমবার কেন্দ্র পাশ করিয়েছে, তা অগণতান্ত্রিক, বেআইনি এবং অসাংবিধানিক। একই সঙ্গে জম্মু- কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতির অবিলম্বে মুক্তি দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার অর্থ ৩৭০ ধারা প্রত্যাহার এবং কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত তিনি সমর্থন করছেন কি না, সেই বিতর্কে এখন ঢুকতে চাইলেন না তৃণমূলনেত্রী। সেই কারণেই বিল পেশের পদ্ধতিগত ত্রুটির মধ্যেই নিজের বিরোধিতাকে সীমাবদ্ধ রাখলেন তিনি।
এ দিন চেন্নাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বলেন, 'আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কাশ্মীরিরা আমাদের ভাই, বোন। বিল যেভাবে পাশ হয়েছে তা আমি সমর্থন করি না। বিলের ভাল, মন্দ নিয়ে আমি প্রশ্ন তুলছি না। আমাদের দল এই বিল নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছে। এই বিল পুরোপুরি অগণতান্ত্রিক, বেআইনি এবং অসাংবিধানিক। বিল পাশ করানোর আগে কাশ্মীরের মানুষের সঙ্গে কথা বলা উচিত ছিল। কাশ্মীরেই সর্বদলীয় বৈঠক ডাকলে আমরা সবাই সেখানে যেতে পারতাম। বিল পাশ করার আগে কাশ্মীরের মানুষের আস্থা অর্জন করা উচিত ছিল।' ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতির গ্রেফতারি প্রসঙ্গে মমতা বলেন, 'সরকারের কাছে আমার আবেদন, কাশ্মীরের রাজনৈতিক নেতাদের যেন বিচ্ছিন্ন করে রাখা না হয়, তাঁরাও ভারতীয়। ওঁরা সবাই রাজনীতিক, কেউ সন্ত্রাসবাদী নয়। মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লার অবিলম্বে মুক্তির দাবি করছি। আমরা শান্তিপূর্ণ সমাধানের পক্ষে, সংঘাতের পক্ষে নই।'