'আমাকে সেটিং করার জন্য বসে থাকে'- সেটিং তত্ত্ব নিয়ে বিজেপি-সহ বিরোধীদের কটাক্ষ করলেন মমতা

নবান্নে সাংবাদিক সম্মেলনে এদিন সেটিং তত্ত্ব নিয়ে বিজেপি-সহ বিরোধীদের কটাক্ষ করলেন, সেটিং করেননি বলেই বাম শাসনে মার খেয়েছেন, মন্তব্য মমতার | 
 

/ Updated: Aug 31 2022, 11:29 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সেটিং তরজায় মমতার কটাক্ষ বিজেপি-সহ বিরোধীদের | রাজ্যের টাকা লুঠ করছে কেন্দ্র, অভিযোগ মমতার | জিএসটি-র প্রাপ্য অর্থ দিচ্ছে না কেন্দ্র, অভিযোগ মমতার | মোদীর দরবারে এই নিয়ে কথা বলতে গিয়েছিলেন, জানালেন মমতা | সেটিং তিনি বোঝেন না, কীভাবে করতে হয় জানেন না- বললেন মমতা | অন্যরা তাঁকে সেটিং করার জন্য বসে থাকে, বলছেন মমতা | সেটিং করেননি বলেই বাম শাসনে মার খেয়েছেন, মন্তব্য মমতার |