ট্রেনের ছাদে উঠে ঝলসে গেলেন যুবক, ভয়াবহ দৃশ্যের সাক্ষী মালদহ স্টেশন, দেখুন ভিডিও
- মালদহ স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা
- ট্রেনের ছাদে উঠে তড়িদাহত যুবক
- আত্মহত্যার চেষ্টা বলে অনুমান পুলিশের
মালদহ স্টেশনে দাঁড়িয়ে থাকা দূরপাল্লার ট্রেনের মাথায় উঠে তড়িদাহত হলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায় স্টেশন চত্বরে। ওই ব্যক্তিকে ট্রেনের ছাদে উঠতে দেখিয়েই চেঁচিয়ে সতর্ক করার চেষ্টা করেন অন্যান্য যাত্রীরা। কিন্তু কিছু করার আগেই ওভারহেড তার ছুঁয়ে ফেলেন মধ্যবয়স্ক ওই যুবক। মুহূর্তের মধ্যে তাঁর গোটা শরীর ঝলসে যায়। দ্রুত তাঁকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত ওই ব্যক্তির শরীর নব্বই শতাংশ পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।
রেল পুলিশ সূত্রে খবর, আহত যুবকের নাম বিনোদ ভুঁইঞা (৪০)। তিনি ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা বলে জানা গিয়েছে। রবিবার সন্ধ্যায় দিল্লিগামী ট্রেন ধরতেই বিনোদ ভুঁইঞা নিজের স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে মালদহ টাউন স্টেশনে আসেন। পরিবারের সঙ্গে কথা বলে রেল পুলিশের অনুমান, স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরেই আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি। তিন সন্তানকে খাবার কিনে দেওয়ার মতো অর্থ না থাকাতেই হতাশায় তাঁর স্বামী এই কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি আহত যুবকের স্ত্রীর।