ফাঁকা হচ্ছে ম্যানগ্রোভ, সুন্দরবনের গভীর জঙ্গলে অবাধে কাঠ পাচার, দেখুন ভিডিও

  • সুন্দরবনে চলছে অবাধে কাঠ পাচার
  • কেটে সাফ করে দেওয়া হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য
  • বন দফতরের ভূমিকা ঘিরে প্রশ্ন

Share this Video

জীবিকা নির্বাহ করতে গিয়ে অবাধে প্রকৃতি নিধন চলছে সুন্দরবনে। নিয়মিত কেটে পাচার করা হচ্ছে গরান, হোগলা, গেওয়া, হেঁতালের মতো গাছ। জ্বালানির কাঠ হিসেবে সেগুলিকে বিক্রি করা হচ্ছে প্রকাশ্যে। দিনে দুপুরে সুন্দরবনের কোর এরিয়া থেকে এভাবে পরের পর গাছ কেটে সাফ করা হলেও নির্বিকার প্রশাসন। 

অভিযোগ, বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকায় এই কাঠ পাচারের কারবার চলছে। কুঁকড়েখালী, রায়মঙ্গলের মতো বিভিন্ন নদী দিয়ে ছোট ছোট নৌকায় তুলে অবাধে চলছে কাঠ পাচার। চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। বন দফতরের নজরদারি এড়িয়ে কীভাবে গভীর জঙ্গলে পৌঁছে যাচ্ছেন কাঠ পাচারকারীরা তা নিয়েও প্রশ্ন উঠছে। সুন্দরবন থেকে কেটে নিয়ে আসা কাঠ হিঙ্গলগঞ্জের বিভিন্ন বাজারে বিক্রিও হচ্ছে। এমন কী, বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এসেও গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে বলে অভিযোগ। 

Related Video