সিবিআই এর চোখে 'নিখোঁজ' মানিক ভট্টাচার্য কে দেখা গেল বিধানসভাতে

টেট কাণ্ডের অন্যতম অভিযুক্ত মানিক ভট্টাচার্য এর সাথে নাকি যোগাযোগ করতে পারছে না সিবিআই , তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে লুকআউট নোটিস ও জারি হয়েছে , মঙ্গলবার তাকে দেখা গেল বিধানসভাতে

/ Updated: Aug 31 2022, 01:40 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

টেট কাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য | তাঁর সঙ্গে নাকি যোগাযোগ করতে পারছে না সিবিআই ,  ফোনেও নাকি পাওয়া যাচ্ছে না | তার বিরুদ্ধে দিনকয়েক আগেই লুকআউট নোটিসও জারি করে  সিবিআই |

অথচ মঙ্গলবার বহাল তবিয়তে জনসমক্ষে ঘুরেছেন মানিক ভট্টাচার্য| বিধানসভায় একটি স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগও দিয়েছেলেন তিনি |