Satpal Rai: হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ সৎপাল রাইকে পাহাড়ে চোখের জলে চিরবিদায়

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সতপাল রাই। সৎপাল ছিলেন বিপিন রাওয়তের ব্যক্তিগত নিরাপত্তরক্ষী। দার্জিলিঙের বাসিন্দা ছিলেন সৎপাল রাই। তাঁর মৃত্যু খবরে শোকের ছায়া নেমে আসে পাহাড়ে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমান এলাকার মানুষরা।
 

/ Updated: Dec 13 2021, 05:13 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সতপাল রাই। সৎপাল ছিলেন বিপিন রাওয়তের ব্যক্তিগত নিরাপত্তরক্ষী। দার্জিলিঙের বাসিন্দা ছিলেন সৎপাল রাই। তাঁর মৃত্যু খবরে শোকের ছায়া নেমে আসে পাহাড়ে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমান এলাকার মানুষরা। তাঁর বাড়িতে যান দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্তা । এছাড়াও ছিলেন পুলিশের ও সেনার উচ্চপদস্থ আধিকারিকরা। উপস্থিত ছিলেন গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা। প্রসঙ্গত, গত বুধবার চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের চপার দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর ব্যক্তিগত নিরাপত্তরক্ষী সৎপাল রাইয়ের। চপারে ১৪ জনের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়। যেখানে মৃত্যু হয় বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের। ওই কপ্টারের মধ্যেই ছিলেন সৎপাল। ঘটনায় মৃত্যু হয় তারও। একমাত্র প্রাণে বেঁচে যান ক্যাপ্টেন বরুণ সিংহ। সেনা সূত্রের খবর, দগ্ধ অবস্থায় গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহের চিকিৎসা চলছে ওয়েলিংটনের সামরিক হাসাতালে।