CPIM-TMC Clash : রতুয়া হাই মাদ্রাসার দখল নেবে কে? পরিচালন সমিতির নির্বাচনকে ঘিরে রণক্ষেত্র মালদা

মাদ্রাসার পরিচালন সমিতির ভোটে সন্ত্রাস এবং ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শাসক দলের ব্লক সভাপতি এবং জেলা সভাপতির নেতৃত্বে বিরোধীদের মারধর করে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিরোধীদের অভিযোগ তাদের  পোলিং এজেন্টদের থাকতে দেওয়া হয়নি। সময়ের আগে শেষ হয়ে গিয়েছে ভোট। ভোট দিতে এসে ঘুরে গেছে সাধারণ ভোটার। অভিযোগ সিপিআইএমের। সব মিলিয়ে মালদা জেলার রতুয়া হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনকে ঘিরে রণক্ষেত্র এলাকা।

/ Updated: Sep 11 2022, 10:35 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রবিবার সকাল ৯ টা থেকে ভোট শুরু হয় মাদ্রাসাতে। তৃণমূল সিপিআইএম এবং কংগ্রেসের ত্রিমুখী লড়াই। গতকাল তৃণমূল এবং কংগ্রেসের সংঘর্ষের পর আজ নির্বাচনের দিন সকাল থেকে প্রচুর পুলিশ মোতায়েন ছিল স্কুল চত্বরে। শুরু থেকে নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ ভাবেই হচ্ছিল। কিন্তু একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ বেলা একটা নাগাদ তৃণমূল জেলা সভাপতি রহিম বক্সির ছেলে বাবু বক্সির নেতৃত্বে পার্শ্ববর্তী এলাকা বাহারাল থেকে কিছু বহিরাগত লোকজন আসে মাদ্রাসাতে। সিপিআইএমের পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়। এমনকি মারধর করা হয় ভোটের দায়িত্বে থাকা শিক্ষককেও। তারপর পুলিশ প্রশাসনের সামনে ছাপ্পা ভোট দেওয়া হয়। পরে ভোট বন্ধ করে দেওয়া হয়।  অভিযোগ, ছাপ্পা ভোটের কাজে সিভিক পুলিশদের ব্যবহার করা হয়েছে। কিন্তু সমগ্র ঘটনায় নিশ্চুপ ছিল পুলিশ প্রশাসন।