জয়েন্ট এডমিশন টেস্টে উত্তীর্ণ হয়েও কি আই আই টি তে পড়ার স্বপ্ন অধরা দীপের ?
বালুরঘাট কলেজের থার্ড ইয়ারে পড়াশোনার পাশাপাশি ১৩ ফেব্রুয়ারী এই সর্বভারতীয় জ্যাম ( JAM) পরীক্ষায় বসেছিল দীপ দাস, কিন্তু ভর্তি এবং পরের কয়েক বছর পড়ার খরচ যোগানোই এখন দীপ দাসের মূল চিন্তা
বালুরঘাট কলেজের থার্ড ইয়ারে পড়াশোনার পাশাপাশি ১৩ ফেব্রুয়ারী এই সর্বভারতীয় জ্যাম ( JAM) পরীক্ষায় বসেছিল দীপ দাস| এ বারের সর্বভারতীয় জ্যাম( JAM)পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছে বালুরঘাটের দীপ | ৮০৯ র্যাংক পেয়ে মুম্বাই আই আই টিতে অংক নিয়ে এম এস সি পড়ার সাফল্য অর্জন করে দীপ | কিন্তু ভর্তি এবং পরের কয়েক বছর পড়ার খরচ যোগানোই এখন দীপ দাসের মূল চিন্তা| দীপের বাবা গোবিন্দ দাস সামান্য ঠেলা ওয়ালা , মা কামনা দাস পরের বাড়িতে রান্নার কাজ করেন। অতি কষ্টে এই সর্বভারতীয় পরীক্ষায় বসার ফিস ১০ হাজার টাকাও জুগিয়েছেন তার মা| কিন্তু মুম্বাই গিয়ে দীপের পড়াশোনা চালানোর খরচ দুই লক্ষ টাকা, সেটা কোথায় পাবেন দীপ বা দীপের পরিবার