অনুপম দত্ত খুনের মূল অভিযুক্ত বাপি পণ্ডিতের জামিন পাওয়ার খবরে আত্মহত্যার চেষ্টা মীনাক্ষী দত্তের

অনুপম দত্ত খুনের মূল অভিযুক্ত বাপি পণ্ডিতের জামিন, এই খবর শোনার পর আত্মহত্যার চেষ্টা অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্তের
 

/ Updated: Aug 30 2022, 12:48 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

অনুপম দত্ত খুনের মূল অভিযুক্ত বাপি পণ্ডিতের জামিন হয় | এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা | রাতে তারা আগরপাড়া তেঁতুলতলা মোড়ে বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় | রাস্তায় টায়ার জ্বালিয়েও তারা বিক্ষোভ দেখাতে থাকে | অন্যদিকে বাপি পণ্ডিতের জামিনের খবর পেয়ে মীনাক্ষী দত্ত তার দুই সন্তানকে নিয়ে ঘরের মধ্যে আত্মহত্যার চেষ্টা করেন | তাকে উদ্ধার করে কামারহাটি সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় |