বাগদার জিতপুরের ঘটনায় বাগদা থানায় স্মারকলিপি জমা দিল তপশিলি ফেডারেশন অফ ইন্ডিয়া এর সদস্যরা

গত বৃহস্পতিবার বাগদা থানার জিতপুরে একটি গণধর্ষণের ঘটনা ঘটে, বসিরহাটের এক মহিলা অভিযোগ করেন দুই বিএসএফ জওয়ান তাকে গণধর্ষণ করেছে, সেই প্রতিবাদে বাগদা থানায় স্মারকলিপি জমা দিল তফলিশি ফেডারেশন অফ ইন্ডিয়া এর সদস্যরা । 
 

/ Updated: Aug 31 2022, 02:55 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বাগদার জিতপুরের ঘটনার প্রতিবাদে স্মারকলিপি জমা | স্মারকলিপি জমা দিল তফলিশি ফেডারেশন অফ ইন্ডিয়া এর সদস্যরা | বিএসএফ জওয়ান কর্তৃক এক গৃহবধূকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এই স্মারকলিপি | তারা মূলত তিন দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দেয়