পিঁপড়ের মতই ছোট্ট, গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম তোলার স্বপ্ন নিয়ে ২ মিলিমিটারের দুর্গা বানালেন মানস
পিঁপড়ের মতই ছোট্ট ২ মিলিমিটারের দুর্গা (Little durga)। ২ মিলিমিটারের ছোট্ট দুর্গা বানিয়ে তাক লাগালেন মানস রায়। রায়গঞ্জের (Raiganj) বীরনগরের বাসিন্দা মানস রায়। পেশায় চশমা বিক্রেতা মানস রায়। তাঁর এই সৃষ্টি এখন নজর কাড়ছে সকলের। খালি চোখে দেখা অসম্ভব, এই দুর্গা দেখতে লাগে আতস কাঁচ। এর আগে তিনি একটি ৬ মিলিমিটারের দুর্গা বানিয়েছিলেন। গিনেস বুক অফ ওয়ার্ল্ডে (guinness of world record) নাম তোলাই এখন তাঁর একমাত্র স্বপ্ন। গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম তুলতেই তাঁর এই সৃষ্টি। এরপর তাঁর লক্ষ্য রয়েছে পাঁচ হাজার স্কোয়ার ফুট সিনারি।
পিঁপড়ের মতই ছোট্ট ২ মিলিমিটারের দুর্গা (Little durga)। ২ মিলিমিটারের ছোট্ট দুর্গা বানিয়ে তাক লাগালেন মানস রায়। রায়গঞ্জের (Raiganj) বীরনগরের বাসিন্দা মানস রায়। পেশায় চশমা বিক্রেতা মানস রায়। তাঁর এই সৃষ্টি এখন নজর কাড়ছে সকলের। খালি চোখে দেখা অসম্ভব, এই দুর্গা দেখতে লাগে আতস কাঁচ। এর আগে তিনি একটি ৬ মিলিমিটারের দুর্গা বানিয়েছিলেন। গিনেস বুক অফ ওয়ার্ল্ডে (guinness of world record) নাম তোলাই এখন তাঁর একমাত্র স্বপ্ন। গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম তুলতেই তাঁর এই সৃষ্টি। এরপর তাঁর লক্ষ্য রয়েছে পাঁচ হাজার স্কোয়ার ফুট সিনারি।