নুসরতের হয়ে সরব মিমি, জবাব দিতে চান কাজ করেই, দেখুন ভিডিও

  • নুসরতের পাশে দাঁড়ালেন মিমি
  • লাগাতার ট্রোলিংয়ে ক্ষুব্ধ
  • ব্যক্তিগত জীবনকে সম্মান করার আবেদন
  • মেয়ে বলেই ট্রোলিংয়ের শিকার, অভিযোগ মিমির
     

/ Updated: Jul 01 2019, 12:37 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নুসরত কেন শাখা, সিঁদুর পরছেন, তার বিরুদ্ধেই সরব হয়েছেন কট্টরপন্থীরা। হিন্দু বধূর সাজে নুসরত লংলদে শপথ নেওয়ার পরেই উত্তর প্রদেশের দেওবন্দের এক ইমাম মুফতি আসাদ ওয়াসিম এ নিয়ে ফতেয়া জারি করেন। প্রত্যাশিতভাবেই নুসরতের পাশে দাঁড়ালেন যাদবপুরের সাংসদ এবং অভিনেত্রী মিমি চক্রবর্তীও। তাঁর সাফ কথা, নুসরত সিঁদুর, চুড়ি পরুন বা বোরখা, তিনি তাঁর বন্ধুর পাশেই থাকবেন। 

বার বার তাঁদের ট্রোল হওয়া নিয়েও এ দিন সরব হয়েছেন মিমি। তাঁর প্রশ্ন, মেয়ে বলেই কি তাঁদের বার বার নিশানা করা হচ্ছে? নুসরতের সিঁদুর, মঙ্গলসূত্র পরার মতোই শপথের সময় মিমির পরিধান নিয়েও কটাক্ষ করেছেন কেউ কেউ।  ক্ষুব্ধ মিমি বলেন, সংসদেই উপস্থিত থাকার সময়ও যদি মেয়েদের নিয়ে এমন ব্যঙ্গ, বিদ্রুপ করা হয়য়, তাহলে বাইরে কী হবে? তবে ট্রোলিংয়ে পাত্তা না দিয়ে আপাতত সাংসদ হিসেবে মানুষের হয়ে কাজ করেই তিনি জবাব দিতে চান, সেটাও স্পষ্ট করে দিয়েছেন মিমি।