'প্রশাসনকে অবান্তর দোষারোপ করছেন', রাজ্যপালকে পাল্টা চন্দ্রিমার, দেখুন ভিডিও
- রাজ্য সরকার ও রাজ্যপালের সংঘাত চরমে
- জগদীপ ধানকড়কে কালো পতাকা দেখালেন তৃণমূল কর্মী-সমর্থকরা
- নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ রাজ্যপালের
- পাল্টা জবাব দিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
'পুলিশ যথেষ্ট নিরাপত্তা দিয়েছে। প্রশাসনকে অবান্তর দোষারোপ করছেন।' রাজ্যপাল জগদীপ ধানকড়কে পাল্টা জবাব দিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, ' সাধারণ মানুষ রাজ্যপালের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের নিরাপত্তা দেওয়া পুলিশের কাজ নয়। বরং রাজ্যপালের কাছে যাতে বিক্ষোভকারীদের আসতে না পারেন, তার জন্য পুলিশ দেওয়া হয়। রাজ্যপালের পদে বসে যদি কেউ প্রশাসনকে দোষারোপ করাটাকে অভ্যাস পরিণত করে ফেলেন, তাহলে মনে হয় পদের মর্যাদা রক্ষা হয় না।' বুধবার সকালে মুর্শিদাবাদে যাওয়ার পথে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল জগদীপ ধানকড়। ঘটনাচক্রে ডোমকলে তাঁকে কালো পতাকা দেখান স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরাই। উঠে গো ব্যাক স্লোগানও।