একুশ মাসেই সাধারণ জ্ঞানের ভান্ডার, প্রশ্ন করলেই চটপট উত্তর বিস্ময় শিশুর, দেখুন ভিডিও

  • চোপড়ার বাসিন্দা একুশ মাসের ময়ুখ বর্মণ
  • সাধারণ জ্ঞান মুখস্থ তার
  • বলতে পারে সব  রাজ্যের রাজধানীর নাম
  • দেশ, বিদেশের নানা তথ্যও তার মুখস্থ
     
/ Updated: Jul 19 2019, 05:14 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের পাঁচ বছরের ওলি কুণ্ডুর গান। এবার ওই জেলা থেকে খোঁজ মিলল আরও এক বিস্ময় শিশুর। তবে গান নয়, একুশ মাসের ছোট্ট ময়ুখের স্মৃতিশক্তি দেখেই অবাক এলাকাবাসী। ঠিকমতো কথা না ফুটলেও সাধারণ জ্ঞানের খুঁটিনাটি তার ঠোঁটস্থ। 

এই বিস্ময় শিশুকে দেখতেই এখন চোপড়ার দাসপাড়ায় রাজু বর্মণের বাড়িতে ভিড়। একুশ মাসের শিশুই অনায়াসে বলে দিতে পারে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে সব রাজ্যের রাজধানীর নাম। জাতীয় ফল, প্রাণী হোক বা জাতীয় পতাকার রং, সবই জিজ্ঞাসা করা মাত্র বলতে পারে সে। শুধু বয়সের কারণে এখনও উচ্চারণ স্পষ্ট নয় বলে উত্তরগুলি কিছুটা অস্পষ্ট শোনায়।