'শান্ত' ভাটপাড়াতে পুলিশ কর্তাকে হেনস্থা, বিজেপি বলছে রাষ্ট্রীয় সন্ত্রাস, দেখুন ভিডিও

  • ভাটপাড়ায় ফের অশান্তি
  • বিজেপি-র সংসদীয় দল যাওয়ার পরেই উত্তেজনা
  • বোমা মারার চেষ্টা বিজেপি সাংসদদের দিকে
  • পুলিশের ডিসি-কে নিগ্রহ জনতার
     
/ Updated: Jun 22 2019, 08:05 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ভাটপাড়া শান্ত হয়েছে। এমনই দাবি করলেন ব্যারাকপুরের নতুন কমিশনার মনোজ ভর্মা। যদিও কমিশনার যে দিন এমন দাবি করলেন, সেদিনই ব্যারাকপুর কমিশনারেটের ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার অজয় ঠাকুরকে কলার ধরে টেনে নিয়ে গিয়ে হেনস্থা করার অভিযোগ উঠল  জনতার বিরুদ্ধে। তাঁকে উদ্ধারে গিয়ে পাল্টা লাঠি চার্জ করে পুলিশ। অভিযোগ, পুলিশের লাঠিচার্জে এক বৃদ্ধে মাথা ফেঁটে যায়। পুলিশ এবং জনতার মধ্যে ফের খণ্ডযুদ্ধ শুরু হয়। 

বর্ধমান- দুর্গাপুরের সাংসদ সুরেন্দ্র সিংহ আহলুওয়ালিয়ার নেতৃত্বে ভাটপাড়ায় যায়  বিজেপি-র সংসদীয় দল। পুলিশের সাহায্য নিয়েই তৃণমুল কংগ্রেস ভাটপাড়ায় সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ করেন আহলুওয়ালিয়া। তিনি  ছাড়াও বিজেপি-র প্রতিনিধি দলে ছিলেন সাংসদ সত্যপাল সিং এবং বি ডি রাম। বিজেপি সাংসদরা নিহতদের বাড়ি থেকে বেরিয়ে আসার সময় তাঁদের লক্ষ্য করে বোমা মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ তোলেন বিজেপি কর্মী- সমর্থকরা। পুলিশ অবশ্য জানিয়েছে, ১৪৪ ধারা জারি থাকলেও অনুমতি নিয়েই সেখানে যায় বিজেপি-র প্রতিনিধি দল।