তৃণমূলের হয়ে কাজ করছেন মুকুল, দলবদল নিয়ে দাবি অভিষেকের, দেখুন ভিডিও

  • মুকুল রায়কে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
  • তৃণমূলের হয়ে কাজ করছেন বলে দাবি
  • বিজেপি নেতার অস্বস্তি বাড়ালেন তৃণমূল সাংসদ
/ Updated: Jul 13 2019, 07:21 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


বিজেপি নেতা মুকুল রায় দাবি করে আসছিলেন, তৃণমূলের বহু বিধায়ক এবং নেতাই লোকসভা নির্বাচনে বিজেপি-র হয়ে কাজ করেছেন। এবার তার পাল্টা জবাব দিয়ে মুকুলবাবুরই অস্বস্তি বাড়ানোর চেষ্টা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, মুকুল রায়ই বরং তৃণমূলের হয়ে কাজ করছেন। কটাক্ষ করে অভিষেক বলেন, মুকুল রায় যে তৃণমূল নেতাদের বিজেপি-তে নিয়ে যাচ্ছেন, তাঁরা আবার দশ দিনের মধ্যে পুরনো দলে ফিরে আসছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এ দিন দাবি করেন, তৃণমূল ছেড়ে বিজেপি-তে যে বিধায়ক, কাউন্সিলর বা তৃণমূল নেতারা গিয়েছেন, তাঁরা আবার পুরনো দলেই ফেরার জন্য যোগাযোগ করছেন। 

এ দিন কলকাতায় মুকুল রায় দাবি করেন, মোট একশো সাতজন বিধায়ক বিজেপি-তে যোগ দিতে চলেছেন। স্বভাবতই তাঁদের মধ্যে অধিকাংশ তৃণমূল কংগ্রেসের। এই দাবিরই পাল্টা মুকুলবাবুকে তীব্র আক্রমণ করেন অভিষেক। কটাক্ষ করে তিনি বলেন, 'নিজের পাড়ার দশজন কাউন্সিলরকে যিনি ধরে রাখতে পারেন না, তিনি আবার একশো সাতজন বিধায়কের দলবদলের কথা বলছেন। নৈতিকতা থাকলে অন্য দলের কোনও বিধায়কের সঙ্গেই তিনি কথা বলতেন না।' প্রসঙ্গত এ দিনই তৃণমূলে ফিরেছেন বিজেপি-তে যাওয়া কাঁচরাপাড়া পুরসভার ৯ কাউন্সিলর। যার ফলে ফের ওই পুরসভা পুনর্দখল করল শাসক দল।